পূর্বধলা প্রতিনিধিঃ
নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আজ সোমবার দুপুরে, পূর্বধলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ শিহাব উদ্দিনের কাছে আওয়ামীলীগের মনোনয়নপত্র দাখিল করেন পূর্বধলা উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
এ সময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছ আলী মন্ডল, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল উদ্দিন,ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান।
মনোনয়নপত্র দাখিলের পর সুজনকে অভিনন্দন জানান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কাদির,সদর ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল হক, সাবেক থানা যুবলীগের আহবায়ক কমিঠির সদস্য আঃ রাশিদ, যুবলীগ নেতা আকায়দুল ইসলাম, দিদারুল ইসলাম, মোফাজ্জল হোসেন, কালাম আজাদ, মুকুল কায়সার,দৌলত আলী, জাহিদ হাসান, প্রদীপ, রুবেল ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি, ছাত্রলীগ নেতা শেখ মাসুদ রানা, রাফাত সহ হাজারো নেতাকর্মী, সাধারন জনগন।
সাংবাদিকদের সাথে আলাপকালে, জাহিদুল ইসলাম সুজন বলেন, যে সমস্ত ব্যক্তিগন আমাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, পাশাপাশি তাদেরকে বলি তাদের সমালোচনায় আমাকে সবসময় রাজনীতিতে সক্রিয় রাখে, এতে করে ভালোকাজ করে সাধারন মানুষের পাশে থাকার উৎসাহ পাই।
তিনি আরো বলেন,
আমাকে নিয়ে তারা যত ইচ্ছা কটুক্তি করুক, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর নৌকা কে নিয়ে যেন কোন সমালোচনা না করে, আমার বিশ্বাস যারা বঙ্গবন্ধু কে ভালবাসেন তারা কখনও নৌকার বিরোধিতা করতে পারেন না।
তারপর তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।