নেত্রকোনা প্রতিনিধি:
অধ্যাপক তফসির উদ্দিন খান সাবেক নেত্রকোনা সদর উপজেলা চেয়ারম্যান, এবারও নেত্রকোনা সদর উপজেলা থেকে নৌকার মাঝি হয়েছেন। সোমবার (১১ ফেব্রুয়ারী) সকালে মনোনয়নপত্র জমা দেন নেত্রকোনা জেলার বর্ষীয়ান এই আওয়ামীলীগ নেতা। সচরাচর শহরব্যাপী রিক্সা দিয়েই যাতায়াত করেন তিনি। আজও এর ব্যত্যয় ঘটেনি। আজকাল নামসর্বস্ব কোন কমিটিতে নাম লেখালেই মোটরসাইকেল হাকিয়ে ছুটে বেড়ান পাতিনেতারা, একটু লাইমলাইটে আসলেই চার চাকায় দাপিয়ে বেড়ান। সেখানে উপজেলা চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন পেয়েও আড়ম্বরতা স্পর্শ করেনি তাকে। “তফসির স্যার” রিক্সায়ই চড়েন সারাবছর, সাদামাটা এই মানুষটাকে নেত্রকোনা সদর উপজেলাবাসী কতটুকু চান তা গত পাঁচ বছরে হারে হারে টের পেয়েছে এ জনপদের মানুষ। এমনটাই বলছিলেন সদর উপজেলার সুজন মিয়া নামের একজন দিনমজুর।