নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি ২০১৯) জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মিহির কান্তি সরকার এবং সাধারণ সম্পাদক দেবাশীষ কুমার সরকার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান যে, আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট শ্যামনগর উপজেলা শাখার কমিটি গঠন করা হলো। উক্ত কমিটিতে সাগর কুমার মন্ডল সভাপতি, কানাই লাল জোয়ার্দার নির্বাহী সভাপতি, অমিত মন্ডল প্রধান সমন্বয়কারী, মনোদ্বীপ কুমার মন্ডল সাধারণ সম্পাদক, বিশ্বজীত মুন্ডা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রদীপ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক সহ মোট ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।