মা’গো, ওরা আমার প্রাণের ভাষা-
কেড়ে নিতে চায়!
নিজ ধন বিলিয়ে কেমনে বল?
পরধনে শান্তি পাই।
আবেগ, অনুভূতি, বিষাদ, প্রশান্তি
মিশে আছে যেই বর্ণমালায়।
ওরা সেই বর্ণমালা মা’গো-
ছিনিয়ে নিতে চায়।
ওরা কি জানেনা?
বাঙ্গালির অস্তিত্ব এই বর্ণমালায়।
প্রতি বিন্দু রক্তে মিশে আছে,
বিচরণ প্রতিটি শিরায়-উপশিরায়।
তবে কেন?কেন ওরা এমন করে?
একি বাঙ্গালির অস্তিত্বের সংশয়!
শুনে রাখো তবে,”আমি বাঙালী”
করিনা মৃত্যু ভয়।
মা’গো, কেঁদো না তুমি;
মুছে ফেলো বেদনার্ত অশ্রুজল।
লক্ষ প্রাণ নিঃশেষ হবে!
তবু ভাঙ্গবে না মনোবল।
আমরা বিনয়ী, তবে ভীতু নই।
রণাঙ্গনেও জীবন দিতে জানি।
কবু সইবো না; অন্যায়, অপমান,
সইবো না লাণ্ঞ্ছনা,গ্লানি।