লাখ টাকার লোগো
আসাদ_তালুকদার
লাখ টাকার লোগো নেন
বিনিময়ে অনেক বড়
টিভি সাংবাদিক হবেন,
কর্তাবাবু বলিলেন হাসিয়া
সাথের সহকারি কইলেন
এছাড়া লাভ নাই
টিভি অফিসে আসিয়া।
বললাম আমি
লিখতে জানি, কাটতে জানি
জানি সংবাদ সাজাতে
বাবু বললেন
কি হয় বাপু তাতে।
আমি বলি
সাতাশ লাখে লিখে আটাশজন
তাতেই মিলে
লাখো গরীবের সমর্থন।
দিনশেষে ভেবে দেখি
অনেকভালো
আছি আমি একাকি।
সাদা কাগজে লিখেই
উঠে ঝড়,
লিখাদিয়েই আমার আপনপর।
পাঁচটাকার সাদাকাগজে
কতবোনকে দিলাম ফিরিয়ে
কতমায়ের বুকে, কত লোক
ভালোবেসে নিলো
তার বুকে জড়িয়ে।
বুক ফুলিয়ে ঘুরে বেড়াই
৮৬ ইউনিয়নে,
তিনবেলার দুইবেলা
খেয়ে না খেয়ে
ঘুমাই পাটাতনে।
আমার ঘরের ভাঙ্গা দরজা
করেছে আমায়
আমার রাজ্যের রাজা।