সংগ্রাম
মোঃ রফিকুল ইসলাম খান
আমি শুধু উনিশত একাত্তরে নয়
প্রয়োজনে আরো পরাবৃত্ত হবো ,
শুধু পশ্চিম পাকিস্তানের বুকে নয়
স্বদেশ রক্ষার জন্যে পৃথিবীর বুকে
জিঘাংসার আগুনে জ্বলে উঠবো ।
আমি বাংলার স্বাধীনতা সংগ্রাম
স্বাধীনতার মহা নায়ক বঙ্গবন্ধুকে
আমি চিরদিন স্মরণ রাকবো ।
আমি ত্রিশ লক্ষ শহীদের গর্জন
সেই স্বাধীনতাকে রক্ষা করতে
শত্রু পক্ষকে হত্যা করবো
নিজেও মরতে হয় মরবো ।
আমি শুধু বন্দুকের গোলার মুখে নয়
প্রজন্ম থেকে প্রজন্মের প্রতিচিত্রে
এই বাঙালি নর- নারীর মুখে
জয় বাংলা জয় স্লোগানে
ঘুমন্তকে জাগ্রত করবো ।
তোমরা কি মনে করো রাজাকারদের
আমি ক্ষমা করে দিবো ?
কখনো না !
বরং নতুন প্রজন্মের রাজাকারদেরকেও
আমি গলা টিপে ধরবো ।
আমি তোমাদের মাঝে আছি
চিরদিন তোমাদের আনুগত্য থাকবো ,
বঞ্চিত শোষিত মানুষের মুখে
আমি হাসি ফুটাবো ।
আমি মুক্তিযুদ্ধের চেতনায়
বার বার বুকের রক্ত দিবো –
আমি সোনার বাংলা গড়বো ।
—————————————-