বাবলী আকন্দঃ
সুরের মূর্ছনায় মাতি উজ্জ্বল তরঙ্গে এই মূলসুর টিকে প্রতিপাদ্য করে আজ সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে দেশবরেণ্য নন্দিত ভায়োলিনবাদক ড. নূসরাত মমতাজ রূপসী সুরের মূর্ছনা ছড়াবেন জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। ব্যতিক্রমী এই আয়োজন ‘একক ভায়োলিন সন্ধ্যা’য় শুভেচ্ছা কথনে থাকবেন ময়মনসিংহ জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। ব্যতিক্রমী এই আয়োজনে সবাইকে অংশ নেয়ার আহবান জানান ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমীর জেলা কালচারাল অফিসার আরজু পারভেজ।