সন্ত্রাসমুক্ত
মোঃ রফিকুল ইসলাম খান
মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে
দেশ যখনি নিস্ত্রিংশ দুর্জনের হাতে –
পরিবৃত্তি আনতে রুখে দাঁড়াবে ।
তুমি চাঁদিমার আলোর প্রতিচিত্র
স্বদেশকে করবে সন্ত্রাস মুক্ত ।
তুমি নতুন প্রজন্মের তারুণ্য
অগ্নিশিকার মতো জ্বলে উঠো ,
অমেধ্য তেজারত দেশে দুর্নিমিত্ত
সম্পুর্ণ বন্ধ করতে চেষ্টা করো ।
তুমি পরিভ্রমন করো পথে প্রান্তরে
অন্যায় অবিচার যেখানেই দেখবে
তোমাকেই তা প্রতিবাদ করতে হবে ।
দেশের যত শত অনুকূলতার মধ্যে
সিংহাবলোকন্ন্যায় এগিয়ে যাবে ,
দুর্বৃত্ত যখন যেখানে মাথা তুলবে
তাদের পশ্চার্ধ পা দিয়ে চেপে ধরবে ।
তুমি বর্তমান সময়ের নির্ভীক বীরযুদ্ধা
সন্ত্রাস নির্মোচনে বেরুনো গর্দা ।
হে উন্নয়নের জালক ও জহীন
তোমরা সবাই মিলে করো এমন
এই স্বদেশকে মহদাশ্রয়ে ভারর্পন ।
——————————————–