ঢাকা প্রতিনিধিঃ
বাংলা অটোমোবাইল স্কুলের উদ্যোক্তা মেহরাব মাসাঈদ হাবিব যিনি পেশায় একজন প্রকৌশলী৷ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি – বাংলাদেশ ( এয়াইউবি) থেকে ইলেক্ট্রিকাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক শেষ করেছেন।এবারের অমর একুশে বইমেলায় বেরিয়েছে তাঁর দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস “Slice of Paradise” । এটি ইংরেজীতে লেখা একটি উপন্যাস যার পটভূমি ষাটের দশকের ঢাকা শহর। এই উপন্যাসের মাধ্যমে লেখক, পাঠকদের কে urban fiction নামক নতুন ধাচের উপন্যাসের সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছেন। Urban fiction হলো এমন গল্প উপন্যাসের এমন একটি ধরন যেখানে কোনো শহর বা নগরজীবন তুলে ধরা হয়। এছাড়া এই উপন্যাসে রয়েছে মোট ২১ টা ইলাস্ট্রেশন যা উপন্যাসের ফাঁকে ফাঁকে কাহিনীর উপর ভিত্তি করে আঁকা হয়েছে।
Slice of Paradise উপন্যাসের কাহিনীর শুরু ১৯৬৬ সালে। উপন্যাসের মূল চরিত্র আরমান ইপুয়েটের (বর্তমান বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তিনি তার বাবা সেলিম ও মা আনারকলির সাথে ঢাকার ধানমন্ডিতে বসবাস করেন। বাবা সেলিম পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার যিনি কমলাপুর রেল স্টেশন প্রকল্পের একজন প্রভাবশালী ইঞ্জিনিয়ার ও কনসাল্ট্যান্ট হিসেবে কর্মরত। আরমানের ঘনিষ্ঠ বন্ধু, ইপুয়েটের সহপাঠী আনোয়ার, যে একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আরমানের উচ্চবিত্ত পরিবার ও আনোয়ারের মধ্যবিত্ত পরিবার ও আরও কিছু চরিত্র কে কেন্দ্র করে এগিয়ে যায় এই উপন্যাসের কাহিনী।
Slice of Paradise উপন্যাসে পাঠকবৃন্দ ষাটের দশকের ঢাকার জীবনযাত্রা, সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট, সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন। এছাড়াও, ১৯৬৪ এর দাঙ্গা, ৪৭ এর দেশভাগ, পশ্চিম পাকিস্তানিদের শোষন, উনসত্তরের গন অভুত্থ্যান এবং মহান মুক্তিযুদ্ধের চিত্রও পাবেন।
Slice of Paradise উপন্যাসটি প্রকাশ করেছে স্বরে-অ প্রকাশনী। বইটি পাওয়া যাবে একুশে বই মেলার “অন্যরকম প্রকাশনী” এর ২৫০ নাম্বার স্টলে। এছাড়া অনলাইনে নিতে চাইলে www.facebook.com/sliceofparadisenovel এ যোগাযোগ করতে হবে।
পেশায় প্রকৌশলী মেহরাবের এটি দ্বিতীয় বই। এর আগে ২০১৮ সালে তার প্রথম বই “অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আদি অন্ত” প্রকাশিত হয় যা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাভাষীদের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর বিষয়াদি সমূহ সহজভাবে বাংলায় ব্যাখ্যা করা হয়েছে এই বইতে। “অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আদি অন্ত” বইটি বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশে মোট ৫ টি মহাদেশে বাংলাভাষী মানুষদের কাছে পৌছে গিয়েছে। এবারের মেলায় আসছে বইটির দ্বিতীয় মুদ্রন। পাওয়া যাবে ম্যাগনাম ওপাস প্রকাশনীর ৩৩৪ নাম্বার স্টলে। এছাড়া, বইটি অনলাইনে www.facebook.com/bangla.auto.school থেকে সংগ্রহ করা যাবে।