ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেছেন, ‘আলোকিত মানুষ হতে হলে বই পড়ার কোন বিকল্প নেই। সেজন্য সবাইকে গ্রন্থাগার মুখী হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, ‘চারপাশের মানুষ যদি গ্রন্থাগারের পাঠক হয়ে উঠতে পারে তাহলে ভালো মানুষের সংখ্যাও বাড়বে। আর তখন সমাজে খারাপ কাজ কমে যাবে।’
আজ দুপুরে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে ড. সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, সন্তানদের প্রকৃত মানুষ হিসেবে তৈরি করতে পাঠ্য পুস্তকের বাইরেও বই পড়ার সুযোগ করে দিতে হবে। ছেলে-মেয়েদের গ্রন্থাগার মুখী করতে অভিভারকদেরই বড় ভুমিকা পালন করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারি জেলা শিক্ষা অফিসার এবিএম আজহারুল ইসলাম, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম নাসির উদ্দিন। আলোচক ছিলেন ময়মনসিংহ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. গোলাম সরওয়ার। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ-নেত্রকোনা ইউনিটের লাইব্রেরি কর্মকর্তা এম রবিউল ইসলাম ও বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারি পরিচালক মো. সালাহউদ্দিন।
আলোচনা শেষে বিশ্বসাহিত্য কেন্দ্র ময়মনসিংহ-নেত্রকোণা ইউনিট আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
এর আগে, ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’- এ স্লোগানে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। এতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেয়।