নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় বিপিএল জুয়া খেলাকে কেন্দ্র করে গত ৪ ফেব্রুয়ারী সোমবার বিকালের দিকে অভিযান চালিয়ে নকলা হল চত্তর মোড় চায়ের দোকান থেকে ০৫ জুয়ারী গ্রেফতার করেছেন নকলা থানা পুলিশ। এসআই
আবু বক্করের নেতৃত্ত্বে এএসআই নোমান, এএসআই রতন ও এএসআই শরিফ সহ একটি দল খেলা চলাকালীন সময় ৫ জুয়ারীকে হাতে-নাতে ধরতে সক্ষম হয়। এ সময় একটি ২১” কালার টেলিভিশন জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন, বাজারদী এলাকার কালা মিয়া (২৮), ইশিবপুর এলাকার আব্দুল আলীম (৩২), বাজারদীর আঃ সালাম (২৫), বাদাগৈড় এলাকার সুমন (২৩) ও কায়দা এলাকার জমির উদ্দিন (৪২)। বিষয়টি নিয়ে কথা হলে, অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ (ওসি) বলেন, এই বিপিএল কে কেন্দ্র করে জুয়া খেলা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি, তবে দেশকে জুয়া, সন্ত্রাস, মাদ্রক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের ৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১টার দিকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, জুয়া এবং মাদকের ব্যাপারে কোন আপোষ নয়, জুয়া এবং মাদককে কঠোর হস্তে দমনেরও হুশিয়ারী দেন উপজেলা নির্বাহী অফিসার।