বাবলী আকন্দঃ
হৃদয় আলোক জ্বালি,বন্ধ মনের দুয়ার খুলি এই মূলসুরটিকে প্রতিপাদ্য করে প্রতিবছরের ন্যায় এ বছরেও শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার আয়োজনে ২ দিনব্যাপী ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের বৈশাখী মঞ্চ -১ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী উৎসব ‘শান্তি ও ন্যায্যতা উৎসব -২০১৯ ‘। আগামী ১০-১১ ফেব্রুয়ারি মাটি,কারিতাস ও এমসিসি এর সহযোগিতায় সকাল ১০.০০ টা হতে এ উৎসব শুরু হবে। শান্তি ও ন্যায্যতা উৎসবে থাকছে শিশুদের জন্য শান্তি বিষয়ক কর্মসূচি, প্রাত্যহিক জীবনে শান্তি চর্চা,শান্তি স্থাপনে যুব সমাজ এর ভূমিকা, ইতিবাচক সমাজ রুপান্তরে সৃজনশীল মাধ্যম ফটোগ্রাফি ও আর্ট। থাকছে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ব্যাপারে জানতে চাইলে শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সূবর্ণা পলি দ্রং জানান,
শান্তিমিত্র পঞ্চমবারের মতো ময়মনসিংহে শান্তি ও ন্যায্যতা উৎসব ২০১৯ আয়োজন করতে যাচ্ছে। শান্তি ও ন্যায্যতা উৎসবের মধ্য দিয়ে জনগণকে বিশেষ করে যুবসমাজকে শান্তি ও ন্যায্যতার বিষয়ে সচেতনতা দান এবং নিজেদের জায়গা থেকে সকলকে শান্তি ও ন্যায্যতার জন্য কাজ করতে অনুপ্রেরণা করাই এই উৎসবের মুল উদ্দেশ্য। তেইজে হাউসের ব্রাদার এরিক বলেন,দেশে এবং বিশ্বে অনেক অন্যায্যতা আছে। সম্পর্ক থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই অন্যায্যতা দেখতে পাই। প্রতিটি সম্পর্কের মাঝে আলো জ্বালাতে হয়। আবেগ,বুদ্ধি ,যুক্তিগুলোকে একত্রে আলোর মাঝে তুলে ধরতে হয়। সেই অন্ধকার দূর করে যখনই আলোর দিকে মানুষের ইন্দ্রিয় শক্তিগুলো কাজ করবে তখনই সমাজ থেকে অন্যায্যতা দূর হবে এবং শান্তি আনয়ন সম্ভব হবে। শান্তি ও ন্যায্যতা উৎসবে সকলকে অংশ নেয়ার আহবান জানান তিনি।