বিল্লাল হোসাইন,ফুলপুর প্রতিনিধি, ময়মনসিংহঃ
ফুলপুর উপজেলার ৬ নং পয়ারী ইউনিয়নের অবহেলিত গুপ্তের গাওঁ গ্রাম। গুপ্তের গাও গ্রামের তিন দিক ঘিরে রয়েছে নদী। যোগাযোগ ব্যবস্থার চরম খারাপ। ডাইলের বাজার নামক স্থানে এই বাঁশের সাঁকোটি।
কয়েক হাজার লোকের বাস। রয়েছে স্কুল মাদ্রাসা। যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট খারাপ থাকায় শিক্ষার হার সেখানে খুবই কম। সবচাইতে বেশি শিক্ষার হার কম রয়েছে মেয়েদের। ফুল চাষের জন্য বিখ্যাত স্বনামধন্য গ্রাম গুপ্তের গাওঁ। এই গ্রামের ফুল বিদেশে রপ্তানি করা হতো। এই গ্রামের কৃষক ফুল চাষ করে স্বাবলম্বী হয়েছিল।
বিশ্বব্যাপী খাতি ছিল এই গুপ্তের গাওঁ এর ফুলের বাগানের ফুলের। এই গ্রামের যোগাযোগ ব্যবস্থার জন্য ফুল চাষ বন্ধ হয়ে গেছে। এই গ্রামটি সবজি উৎপাদনের জন্য বিখ্যাত।
এই গ্রামের মানুষ অল্প জমিতে অধিক ফসল উৎপাদন করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। এই গ্রামের মানুষের ভাগ্য কে পিছে ঠেলে দিয়েছে একমাত্র যোগাযোগ ব্যবস্থা।
এই গ্রামের মানুষ উৎপাদিত কৃষিপণ্য মাথায় কাঁধে বহন করে বাজারজাত করিয়ে থাকে। 100 ফুট ব্রিজের জন্য মানুষ শত বৎসর যাবত কষ্ট করে যাচ্ছে। এই গ্রামে সরকারের কোন প্রকার উন্নয়নের ছোঁয়া লাগেনি। এই 100 ফুট ব্রিজ হলে,ব্রিজের 100 ফুট দূরে রয়েছে সরকারি পাকা রাস্তা।
ইউ এন ও জেবুন নাহার শাম্মী এলাকার মানুষের কষ্টের কথা শুনে বাঁশের সাঁকোটি পরিদর্শন করতে যান। গুপ্তের গাওঁ মানুষের কষ্টের কথা শুনেন এবং স্বচক্ষে তিনি পরিদর্শন করেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ নিকট এলাকাবাসী ইউএনও এর মাধ্যমে নিবেদন জানিয়েছেন।