নেপাল ধর :
গত ০৩/০৯/১৮ খ্রিঃ তারিখ ময়মনসিংহ জেলায় ডিবি অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন শাহ কামাল আকন্দ। সেখানে জীবনের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখার ল্েয দতা, পেশাদারীত্ব ও সাফল্যের দৃষ্টান্ত রেখে আসছেন। যোগদানের পর থেকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আবিদ হোসেন,বিপিএম এর দিকনির্দেশনায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ী ও ০১ জন জঙ্গী এনকাউন্টারে মৃত্যু হয়। এতে মাদক নির্মূল ও জঙ্গী প্রতিরোধে ইতিবাচক সাড়া পড়েছে। তাঁর নেতৃত্বে এই যাবত বিভিন্ন মামলায় ৫৭৩ জন আসামীকে গ্রেফতারপূর্বক ৩৫৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ১৫২৪ গ্রাম হেরোইন, ১০৬ কেজি গাঁজা, ২০০ লিটার মদ, ০৫টি চোরাই মোটর সাইকেল, ৭০টি মোবাইল, ০২টি এল.জি, ০১টি পিস্তল, ০১টি পাইপগান, ০৪ রাউন্ড গুলি, ০১টি ম্যাগাজিন উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারী শিশু পরিবারের ২ জন এতিম শিশু হারিয়ে যাওয়ার পর তাদের উদ্ধার করতে তিনি সম হন। এছাড়াও কয়েকটি হত্যা, ধর্ষণ, ডাকাতি ও অপহরণ তদন্তে সফলতার কারণে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জে সেপ্টেম্বর/১৮, অক্টোবর/১৮, নভেম্বর/১৮খ্রিঃ মাসে ধারাবাহিকভাবে ৩ বার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ডিবি) পুরস্কার লাভ করেন। তাঁরই তৎপরতায় গফরগাঁও থানার মামলা নং-১৬ তারিখ-৩০/০৮/১৮ ইং ধারা-৩০২/২০১/৩৪ দঃ বিঃ এর অন্যতম আসামী আহাদ, নান্দাইল মডেল থানার মামলা নং-১৯ তারিখ-১৬/০১/১৮ ইং ধারা- ১২০(বি)/৩০২/২০১/৩৪ দঃ বিঃ এর এজাহার নামীয় ০১ নং আসামী হাবিবুর রহমান ও ত্রিশাল মামলা নং-১৮ তারিখ-১৫/০৯/১৮ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন আইন ২০০০(সং/০৩) এর ৭/৯(৩) এর অন্যতম আসামী সোহাগকে গ্রেফতার করা হয়। তন্মধ্যে আসামী হাবিবুর রহমান ও সোহাগ মামলার ঘটনা সংক্রান্তে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। ধোবাউড়া থানার মামলা নং-০৬ তারিখ-২৬/১০/১৮ ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন/২০০৩) এর ৯(২) এর অন্যতম আসামী শহিদুলদকে গ্রেফতার করা হয়। আসামী শহিদুল মামলার ঘটনা সংক্রান্তে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। ভালুকা মডেল থানার মামলা নং-২১ তারিখ-১০/১১/১৮, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ ( সংশোধনী,২০০৩) এর ৯ (২) এর অন্যতম আসামী শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামী শফিকুল ইসলাম মামলার ঘটনা সংক্রান্তে স্বেচ্ছায় ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। এদিকে পিপিএম পদক লাভের পর এক প্রতিক্রিয়ায় ওসি শাহ কামাল আকন্দ জানান, কর্মেেত্র সিনিয়র অফিসারদের অনুপ্রেরণা ও পরামর্শ আমার সকল কাজে সফলতা এসেছে। তাই আমি মনে করি পিপিএম পদকপ্রাপ্তি পুরো কৃতিত্ব আমার সিনিয়র সকল স্যারদের। আমি পরম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, পুলিশের আইজিপি, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি স্যার এবং ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আবিদ হোসেন পিপিএম স্যারের প্রতি। কারণ স্যারদের দিকনির্দেশনা আমাকে এ পুরষ্কারের যোগ্য করে তুলেছে। ধন্যবাদ জানাই জেলা গোয়েন্দা সংস্থা ডিবি ময়মনসিংহের সকল সদস্যকে।