ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ এই চার জেলার সাধারণ মানুষের নিরাপত্তার সার্বিক দিক পর্যবেক্ষণের ভূমিকা পালন করে ময়মনসিংহ রেঞ্জ। জঙ্গি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি ময়মনসিংহ রেঞ্জের ডি আই জি নিবাস চন্দ্র মাঝির দিকনির্দেশনায় জেলা পুলিশসুপারগণ তা সফলভাবে বাস্তবায়ন করেছেন। ঠিক তেমনি জাতীয় সংসদ নির্বাচনেও কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুলিশি নিরাপত্তার কারনে শান্তি ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। হঠাৎ করে উদ্ভূত পরিস্থিতিও নিয়ন্ত্রণে এনেও প্রশংসনীয় হয়েছেন ডি আই জি। ২০১৮ সালে পুলিশ বাহিনীতে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ বিভাগের সর্বোচ্চ “বিপিএম-সেবা” পদক আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর হাত থেকে গ্রহণ করেছেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।