বাবলী আকন্দ:
নারী মমতাময়ী। একজন নারীর মধ্য দিয়েই একটি জীবন সৃষ্টি হয়। নিজের পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনায় নারীর অংশীদারিত্ব লক্ষণীয়। একজন কর্মজীবি নারী পরিবারকে সামলানোর পাশাপাশি তাঁর কর্মস্থলেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ঠিক তেমনি পুরুষের পাশাপাশি নারী তাঁর কর্মদক্ষতা দিয়ে এগিয়ে চলেছে। সাধারণ মানুষের নিরাপত্তার জন্য সাহসীকতা পূর্ণ কাজ পুলিশেও নারীদের অবস্থা সুদৃঢ় হয়েছে। মানবতার পাশাপাশি মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে চলেছে নারী পুলিশ সদস্যগণ। তেমনি একজন নারী পুলিশ সদস্য যার মধ্যে সহযোগিতার মনোভাবসহ মানবতার অন্যান্য গুণ বিদ্যমান। তিনি নারীদের গর্ব। দৃপ্ততার সাথে এগিয়ে চলেছেন তেজগাঁও থানার এসআই শবনম সুলতানা পপি। তিনি পুলিশে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। দূর্ঘটনার হাত হতে মানুষকে উদ্ধার করে পর পর কয়েকবারই পুরষ্কৃত হয়েছেন। নানা ধরনের মানবিক কাজের জন্য তিনি পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম সেবা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে গ্রহণ করেছেন। তাঁর এ বীরত্বে এগিয়ে যাবে দেশ,মানবিকতায় পূর্ণ হবে দেশের মানুষ।