রানা, নকলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় ০৪ ফেব্রুয়ারী সোমবার জেনারেল শাখায় সরকারী রুটিন মোতাবেক কোন পরীক্ষা না থাকলেও নকলা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শারিরীক শিক্ষা ও খেলাধুলা বিষয়ে অনিয়মিত হিসেবে ২০১৭-১৮ সালের ২জন পরিক্ষার্থীর জন্য মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ, ৩ জন পুলিশ, কেন্দ্রের শিক্ষক এবং অন্যান্য ১৫জন সহ অন্তত ২০জন সদস্য কর্তব্যে নিয়োজিত রয়েছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও হল সুপার ওমর ফারুক। কঠিন ব্যস্ততার মাঝেও কাজে কমতি নেই পরীক্ষায় নিয়োজিতদের।২ হাজার জনের জন্য যে নিয়ম ওই ২ জনের জন্যও একই নিয়ম অনুসরণ করা হচ্ছে বলেও জানিয়েছেন হল সুপার। এদের ২ জনের একজন গনপদ্দী উচ্চ বিদ্যালয় এবং আরেকজন নারায়ন খোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।