স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের সৎ, স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, নিবেদিতপ্রাণ আওয়ামী লীগের কর্মী, জননন্দিত জনপ্রিয় যোগ্যতম নেত্রী, গাজীপুর জেলা যুব মহিলা লীগের সংগ্রামী আহ্বায়ক, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা ভাইসচেয়ারম্যান শর্মিলী দাশ মিলি কে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে এম পি হিসেবে দেখার জন্য গাজীপুরের সর্ব স্তরের জনগন অধীর আগ্রহে উদগ্রীব হয়ে আছেন।
গাজীপুরবাসী অতি আশাবাদী জননেত্রী শেখ হাসিনা শর্মিলী দাশকে এম পি হিসেবে মনোনীত করবেন। এটা গাজীপুরবাসীর প্রাণের দাবী।