সাদ্দাম হোসেন:
“জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে এক মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষন কোর্সের উদ্বোধন করা হয়েছে আজ রবিবার (৩ ফেব্রুয়ারি)
উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক আয়োজিত টেকাব প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এম এ মালেক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল আলম শাহীন, কম্পিউটার প্রশিক্ষক জামিল উদ্দিন মজুমদার, সাইফুল ইসলামসহ প্রশিক্ষণে অংশগ্রহনকারি প্রশিক্ষণার্থীবৃন্দ।