আসাদ তালুকদার :
শনিবার(২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা সদরের নাগড়া শেখপাড়ার একটি বাসা থেকে ইয়াবাসেবনের সময় তিন যুবককে আটক করেছে ডিবি পুলিশ।
তারা হলো তরিকুল(২৬) পিতা: আব্দুর রহমান, রাজু(২৭)পিতা: আবদুল মান্নাফ, খায়রুল(২৬) পিতা: কাশেম মিয়া।
আটককৃতদের মধ্যে তরিকুল ও রাজু গত ৮ জানুয়ারি দায়েরকৃত নেত্রকোনা মডেল থানার ৮ নং মামলার এফআইআরভুক্ত আসামী। যে মামলাটি বর্তমানে নেত্রকোনা ডিবির তত্বাবধানে আছে।
এব্যাপারে নেত্রকোনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী জানান, নাগড়া থেকে তিনজনকে আটক করা হয়েছে আমি শুনেছি কিন্তু তারা আব্দুল্লাহ হামলা মামলার আসামী কিনা আমি জানিনা।
এব্যাপারে জানতে চাইলে ডিবি পুলিশের উপপরিদর্শক আবুল কাশেম তরিকুল, রাজু, খায়রুলকে আটক করার কথা স্বীকার করে বলেন, তাদেরকে ইয়াবা খাওয়ার আটক করা হয়েছে। বিষয়টি এসপি স্যার জানেন, উনি সিদ্ধান্ত নিবেন।