নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জে গত মাসে খুন,ধর্ষন, হামলায় ২০ জন নিহত খুন আর খুন!। নারায়ণগঞ্জ যেন খুনের রাজ্যে পরিণত হয়েছে। এ জেলায় হঠাৎ করে খুনের ঘটনা বেড়ে গেছে। যেকারণে এ শহর ফের আতঙ্ক বিরাজ করছে।
জানুয়ারী জুড়ে জেলার বিভিন্ন স্থানে খুনের ঘটনার সচিত্র তুলে ধরা হল। এ মাসে মোট ১৩টি খুনের ঘটনা ঘটেছে।
২৮ জানুয়ারী শহরের ডিআইটি কলোনির পিছন থেকে সিয়াম (১৭) নামে এক হোসিয়ারি শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে পুলিশের ধারণা সিয়ামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
২৭ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের দেওভোগে আলমগীর হোসেন (৩০) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
২১ জানুয়ারী নারায়ণগঞ্জ সদরের ফতুল্লায় পরিবারিক কলহের জের ধরে মেয়ে জামাতার ছুরিকাঘাতে ওয়াহাব মিয়া (৫০) নামে শ্বশুর নিহত হয়েছে। এ ঘটনায় জামাতা আলমগীর হোসেনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
১৯ জানুয়ারী বন্দর উপজেলার সোনাকান্দায় মাবিয়া ভবনের একটি ফ্ল্যাট বাসায় নাঈমা রহমান (৩৭) নামে গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দুর্বৃত্তরা।
১৯ জানুয়ারী রূপগঞ্জ উপজেলায় কাজিরবাগ এলাকায় মাহিম (১৪) নামে অষ্টম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, শিক্ষার্থী আত্মহত্যা করে থাকতে পারে। তবে পরিবারের দাবি হত্যাকান্ড।
২০ জানুয়ারী আড়াইহাজার উপজেলার সুলতানসাদী এলাকার শ্মশানঘাট থেকে মোজাম্মেল (২৭) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সকালে এলাকার লোকজন শ্মশানে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।
১৭ জানুয়ারি মহানগর সিদ্ধিরগঞ্জ থেকে তানজিল (৭) নামে শিশুকে বলাৎকার করে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মহানগর সিদ্ধিরগঞ্জ রসুলবাগ এলাকার আলম খানের ভাড়াবাড়ি বাড়ির পরিত্যক্ত ঘর থেকে শিশুটি লাশ উদ্ধার করা হয়। নিহত শিশু তানজিল মহানগর সিদ্ধিরগঞ্জ রসুরবাগ এলাকার আলম খানের ভাড়াটিয়া আনোয়ার হোসেনের ছেলে।
১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের নগর খানপুরের পুকুরপাড় এলাকা একটি ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সকাল ১০টায় নগর খানপুর পুকুর পাড় এলাকার মাঠের পাশে ময়লা, আবর্জনার মধ্যে থেকে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা ওখানে ফেলে গেছে কেউ কিছু বলতে পারেনি এলাকাবাসী।
১২ জানুয়ারী রূপগঞ্জে ইভটিজিংয়ে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আসলাম হোসেন (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে নামধারী এক যুবলীগ কর্মী। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র্রের ৮ নং ওয়ার্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
৯ জানুয়ারী নারায়ণগহ্জ সদর উপজেলার ফতুল্লায় দুই তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ যার মধ্যে অজ্ঞাত তরুণীকে শ্বাসরোধে ও অপরজনের মৃত্যু নিয়ে দেখা দিয়েছে রহস্য।
৩ জানুয়ারী নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুসকার সঙ্গে কীটনাশক জাতীয় পর্দাথ মিশিয়ে উম্মেহানী (২৪) নামে গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় ছনপাড়া এলাকার তুহিনের স্ত্রী। মেয়েকে হত্যার অভিযোগ এনে নিহতের মা খোদেজা বেগম একটি হত্যা মামলা দয়ের করেছেন। ঘটনার পর তুহিনকে গণপিটুনি দিয়ে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেন।
৩ জানুয়ারী সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে সাদিয়া আফরিন (২২) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাদিয়া ওই বাড়ির সুমন মিয়ার মেয়ে।
সংশ্লিষ্টরা বলছেন, এমনিতে গুম খুনের জন্য নারায়ণগঞ্জ জেলাটি বেশ আলোচিত দেশজুড়ে। তার উপরে প্রতিদিনিই জেলাতে খুন গুমের ঘটনা ঘটেই চলেছে। আর তাতে করে একদিকে লাশের মিছিল বাড়ছে। অন্যদিকে স্বজনহারাদের আহাজারিতে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠছে। তবে এর ফলে এ শহর ক্রমশ আতঙ্কপুরিতে পরিণত হচ্ছে।