বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুর গতরাত ৩১ জানু্য়ারী কোন প্রকার ভোটিং ছাড়া প্রেসক্লাবের নিবার্চন সম্পন্ন হয়েছে। প্রেস ক্লাব ভবনে অনুষ্টিত নিবার্চনে দৈনিক ইত্তেফাকের গৌরীপুর প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু সভাপতি ও দৈনিক অামাদের সময়ের গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান কাউছার সাধারন সম্পাদক নিবার্চিত হয়েছেন। প্রথম অধিবেশনে প্রেসক্লাবের অাহবায়ক এ এইচ এম খায়রুল বাসারের ব্যাবস্থাপনায় সাবেক সভাপতি ম. নূরুল ইসলাম সভাপতিত্বে সাধারন সম্পাদক অাবু কাউছার চৌধুরী রন্টি বার্ষিক রিপোর্ট ও বার্ষিক অায় ব্যায় বিবরনী পেশ করেন কোষাদক্ষ শামীম খান। দ্বিতীয় অধিবেশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা অালমগীর হোসেন,সদস্য বীর মুক্তিযোদ্ধা অাঃ রহিম ও গৌরীপুর পাইল্ট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামূল হক সরকার, নিবার্চন পরিচালনা করেন। নিবার্চনে সভাপতি প্রার্থী ম. নূরুল ইসলাম ও বেগ ফারুক অাহমেদ প্রার্থীতা প্রত্যাহার করে নিলে বিনা প্রতিদন্ডীতায় সভাপতি পদে শফিকুল ইসলাম মিন্টু সভাপতি নিবার্চিত হন।সাধারন সম্পাদক পদে বিনাপ্রতিদন্ডীতায় মশিউর রহমান কাউসার, যুগ্ন সম্পাদক পদে তিলক রায় টুলু ও অর্থ বিষয়ক পদে শামীম খান নিবার্চিত হন। এ সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকতা ফারহানা করিম।
গৌরিপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন -মিন্টু সভাপতি,সাধারন সম্পাদক কাউছার
Date:
Share post: