বাবলী আকন্দঃ
একজন শ্রমিক যেখানে কাজ করবেন সেখানে কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে।কর্মপরিবেশ কাজের জন্য যত উপযোগী হবে দেশে তত উৎপাদন বাড়বে। বর্তমান সরকার শ্রমিকদের শোভন কর্মপরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছেন। ঝুঁকিমুক্ত, নিরাপদ, পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থসম্মত এবং শিশুশ্রমমুক্ত কর্মপরিবেশই হচ্ছে শোভন কর্মপরিবেশ। আজ ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ব্র্যাক এর প্রো পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেস থ্রু সাসটেইনেবল স্কিলস ডেভেলপমেন্ট স্কিলস ডেভোলোপমেন্ট প্রোগ্রামের আওতায় শম্ভুগঞ্জ ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ময়মনসিংহ বিভাগের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহা পরিদর্শক মোঃ বুলবুল আহমেদ। এসময় তিনি বলেন, ৩৮ টি ঝুকিপূর্ণ সেক্টরের মাঝে ময়মনসিংহে ২৬ টি ঝুুুুকিপূর্ণ কাজ পাওয়া গেছে। এসব ঝুকিপূর্ণ কাজে যেসব শ্রমিক নিয়োজিত আছেন তাঁদের জন্য শোভন কর্মপরিবেশ সৃষ্টি হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ওয়েল্ডিং ওয়ার্কশপ সহ অন্যান্য ঝুকিপূর্ণ কাজে শিশু শ্রমিক পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি শ্রমিকদের কোন অভিযোগ থাকলে তা টোল ফ্রি হটলাইন নম্বর ১৬৩৫৭ নাম্বারে জানাতে পারবেন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অভিযানে ময়মনসিংহে শিশুশ্রমিক হ্রাস পেয়েছে বলে জানান প্রশিক্ষণে অংশ নেয়া ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল, ওয়েল্ডিং ওয়ার্কশপ এর মালিকগন । পরে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে প্রশিক্ষনার্থীদের মাঝে হ্যালমেট ও চশমা বিতরণ করা হয়। প্রশিক্ষণ পরবর্তী ফলোআপ কর্মশালায় উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, ব্র্যাক এর ডিষ্ট্রিক্ট রিপ্রেজেনটেটিভ ফারহানা মিল্কি, প্রোগ্রাম সম্বয়কারী রোকেয়া আক্তার, কানিজ ফাতেমাসহ অন্যান্য ব্র্যাক কর্মীবৃন্দ।