আসাদ তালুকদার:
বুধবার(৩০ জানুয়ারি) বেলা সাড়ে বারোটায় জেলা সদরের পারলা বাসস্ট্যান্ড এলাকায় অটোরিক্সা চাপায় জিহাদ(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে চল্লিশা ইউনিয়ের বাগড়া এলাকার সবুজ মিয়ার ছেলে।এব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, অটোরিক্সা চালক দুখু মিয়া(২৩) কে আটক করা হয়েছে।