নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী সরদার মশিয়ার রহমান ছুরিকাঘাতে আহত।
তালা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান দূবৃত্তদের হাতে ছুরিকাঘাতে আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদরের রেডক্রিসেন্ট সোসাইটি অফিসের সামনে।
বর্তমানে সে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত জানা যায়নি।
তার পরিবারের ধারনা উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে।
তার অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে ।